ব্রেকিং নিউজ
Mayor Kolkata 'যখন ডাকি তখন পাই', মেয়র হয়েই নয়া শপথ ফিরহাদের
HomekolkataMayor Kolkata 'যখন ডাকি তখন পাই', মেয়র হয়েই নয়া শপথ ফিরহাদের
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-12-28 14:32:25
রাজনৈতিক নেতাদের, বিশেষ করে ভোটের সময় কংগ্রেস সংস্কৃতিতে দেওয়ালে লেখা থাকত, 'যখন ডাকি তখন পাই, অমুক দাদাকে আবার চাই'। দিন পাল্টেছে। এখন কংগ্রেস বলে তেমন কোনও সংগঠনশীল দল নেই। কারণ তার স্থান দখল করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কাউন্সিলর নির্বাচনে দেওয়ালে এই স্লোগাটিই লেখা থাকে 'যখন .... ।' এটাও এক সময় ভোটদাতাদের চালু মন্তব্য ছিল যে 'ভোটের আগে পায়ে ধরা, ভোটের পরে সরে পড়া'। এখন স্লোগান বা চুটকি যাই হোক না কেন, একদল জিতে আসা নেতা কিন্তু এলাকা কামড়ে পরে থেকে কাজ করতেন। এ বিষয়ে অজিত পাঁজার জুড়ি মেলা ভার। অজিতবাবুর একটা টিম কাজ করত,যাদের রীতিমতো মাইনে দিয়ে তিনি অফিস চালাতেন। এই টিম গোটা উত্তর কলকাতার খবর রাখত এবং চেষ্টা থাকত জনতার পাশে থাকার।
এবার কলকাতা পুরনিগমের ভোটের আগেই ববি হাকিম এই একই স্লোগান তুলেছিলেন " যখন ডাকি তখন পাই "। ববি বা ফিরহাদ হাকিম কিন্তু বিগত সময়ে তাঁর পুরভবনে 'টক টু মেয়র' চালু করেছিলেন। অর্থাৎ কলকাতার অধিবাসীদের যে কেউ সুনির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দিনে মেয়রের সঙ্গে কথা বলতে পারবেন, তা তিনি পুরুষ, মহিলা যে কোনও স্তরের মানুষ হন না কেন। ববি ধৈর্য ধরে নিয়মিত মানুষের কথা বা সমস্যার কথা শুনতেন। ফোন যে কেউই করলে তা কিন্তু কলকাতা পুরসভায় লিপিবদ্ধ হত। এবার চেষ্টা চলত সেগুলির সমাধান করার। আমফান বা ইয়াসের পর কাজে ঝাঁপিয়ে পড়ে নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা করেছেন। তাঁর ফিরে আসার পিছনে এটা একটা মস্ত সমর্থন। মমতা বন্দ্যোপাধ্যায়ও খুশি হয়েছিলেন ববির এই কাজে।
মঙ্গলবার শপথ নিয়ে ববি ফের জানালেন, তাঁদের প্রতিজ্ঞা, যখন ডাকি তখন পাই।