ব্রেকিং নিউজ
Aam Utsav: ফের তাপপ্রবাহের ইঙ্গিত, গরমের আমেজ পেতে আমহার্স্ট স্ট্রিটে আম উৎসব
HomekolkataAam Utsav: ফের তাপপ্রবাহের ইঙ্গিত, গরমের আমেজ পেতে আমহার্স্ট স্ট্রিটে আম উৎসব
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-13 20:53:24
অশনি ফাঁড়া কাটিয়ে দক্ষিণবঙ্গে (Summer in Bengal) যখন ফের পারদ চড়ছে, তখন শহর কলকাতায় আয়োজিত হচ্ছে আম উৎসব (Aam Utsav)। ১৪ মে, শনিবার একদিনের জন্য এই উৎসবের আয়োজন করা হয়েছে আমহার্স্ট স্ট্রিটে। এই উৎসবের নাম আমহার্স্ট স্ট্রিট (Amherst Street) আম উৎসব। গত ৯ বছর ধরে উদযাপিত হচ্ছে এই উৎসব। জানা গিয়েছে, এই উৎসবে উপস্থিত থাকবেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
জানা গিয়েছে, এই উৎসব থেকে আম খাওয়ার পাশাপাশি আম কেনাও যাবে। আম এবং বাঙালির বন্ধনকে আরও বেশি করে দৃঢ়ই করতে এই উৎসবের আয়োজন। গরমের আমেজে আম উৎসব বাঙালিদের কাছে আলাদা নস্টালজিয়া হয়ে উঠতে চলেছে।