মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুকুটে নয়া পালক। 'নিরলস সাহিত্য সাধনা'র জন্য বাংলা অ্যাকাডেমি পুরস্কার (Bangla Academy Award ) পেলেন মুখ্যমন্ত্রী। এই বছর থেকেই পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমির নামাঙ্কিত ‘রিট্রিভার্সিপ’ পুরস্কার দেওয়া শুরু হয়েছে। আর সেখানে মুখ্যমন্ত্রীকে তাঁর ‘কবিতা বিতান’(Kabita Bitan) বইয়ের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। ৩ বছর অন্তর এই পুরস্কার দেওয়া হবে।
সোমবার ২৫শে বৈশাখ উপলক্ষে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর (Information and Culture Department) কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করেছিল। এদিন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী (Education Minister ) তথা বাংলা অ্যাকাডেমি চেয়ারম্যান ব্রাত্য বসু (Bratya Basu )বলেন, 'সমাজের অন্যান্য ক্ষেত্রে কাজের পাশাপাশি যাঁরা নিরলস সাহিত্য সাধনা করে চলেছেন, তাঁদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা অ্যাকাডেমি। সম্মানীয় সকল শ্রেষ্ঠ সাহিত্যিকের পরামর্শে প্রথম বর্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থকে মাথায় রেখে সার্বিক ভাবে তাঁর সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে।
এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকা সত্ত্বেও পুরস্কার সরাসরি নিলেন না মুখ্যমন্ত্রী। তাঁর হয়ে পুরস্কার গ্রহণ করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।