করোনা সংক্রমণের কথা মাথায় রেখে জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক করতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সমস্ত জেলাকেই একছাতার তলায় নিয়ে এসে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী ৩রা ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর দু’টোয় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করার কথা তাঁর। ভার্চুয়াল নয়, এবার সশরীরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বসবেন মুখ্যমন্ত্রী।
নবান্নের তরফে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে। ওইদিন নেতাজি ইন্ডোরে সশরীরে হাজির থাকতে বলা হয়েছে সবাইকে। উপস্থিত থাকতে বলা হয়েছে প্রতি দফতরের সচিব ও মন্ত্রীদের। জেলা ধরে ও প্রতি দফতর ধরে ধরে কাজের খতিয়ান নেবেন মুখ্যমন্ত্রী। প্রতি জেলার রিভিউ বৈঠক করবেন সেদিনই। কী কী কাজ হচ্ছে বা হবে ও অর্থের বরাদ্দ নিয়েও আলোচনা হবে। নতুন কিছু নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ‘দুয়ারে সরকার’ ও ১ তারিখ থেকে চালু হবে ‘পাড়ায় পাড়ায় সমাধান’। সেই বিষয়ে প্রশাসনকে দক্ষ হাতে সামলাতে নির্দেশ দেবেন মমতা, এমনটাই প্রশাসন সূত্রে জানা গিয়েছে।