মহেশতলার সম্প্রীতি উড়ালপুলে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল নাবালক সহ একই পরিবারের তিনজনের। আহত হয়েছেন একজন। পুলিশ সূত্রে জানা গেছে, একবালপুরের বাসিন্দা মোহম্মদ ফিরোজ (৩৫), তাঁর স্ত্রী নাগমা খাতুন (২৮) এবং তাঁদের নাবালক পুত্রসন্তান ফারদিন খানকে (১০) নিয়ে বজবজের একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যোগদানের জন্য যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ একটি ট্যুরিস্ট বাসের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পুলিশ দেহগুলি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তাররা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি পিছনে থাকা বিষ্ণুপুর আমতলার বাসিন্দা বাইক আরোহী পঙ্কজকুমার মণ্ডল, যিনি বাটানগর পোস্ট অফিসে কর্মরত, তাঁকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য বিদ্যাসাগর হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, তিনি বাজার করে বাড়ি ফিরছিলেন। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। তিনি যা দেখেছেন, বাইকে যাওয়ার সময় একটি বাসকে ওভারটেক করতে গিয়েই মর্মান্তিক ওই দুর্ঘটনার কবলে পড়েন ফিরোজ। কোনওভাবে বাসের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লেগে তিনি বাইক সমেত স্ত্রী-পুত্রকে নিয়ে পড়ে যান। ওই সময় তাঁর বাইক অন্য় একটি বাইককেও ধাক্কা মারে। তাতে সেই বাইক আরোহী পায়ে আঘাত পান।