ফের মা উড়ালপুলে দুর্ঘটনা। একের পর এক দুর্ঘটনার সাক্ষী থাকছে মা ফ্লাইওভার।
এবার উড়ালপুলের মাঝ বরাবর অংশে পাল্টি খেলে ব়্য়াপিডো বাইক। বাইক থেকে পড়ে গুরুতর আহত হলেন সৌরভ রং নামে এক যুবক। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে। শরীরে একাধিক অংশে ক্ষত হয়েছে। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছয় নি পুলিস। ক্রমশ তার রক্তক্ষরণ শুরু হয়। এগিয়ে আসে সি এন। সিএনের গাড়িতেই আহত সৌরভকে তুলে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। এই মুহূর্তে তাকে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্য়ান করা হয় তার। দুর্ঘটনার খবর পেয়ে আসে তার এক আত্মীয়। সিএনকে ধন্য়বাদ ও কৃতজ্ঞতা জানান সৌরভের আত্মীয়।
এই প্রথম নয়, একাধিকবার দুর্ঘটনা ঘটেছে মা উড়ালপুলে। চিনা মাঞ্জায় বাইট আরোহীদের নাকব গলা কেটে যাওয়া ছাড়াও প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পুলিসের নজরদারি আরও বাড়ানোর দাবি স্থানীয় থেকে শুরু করে সকলের।