লালবাজারের ব্যাংক ফ্রড শাখার হাতে ধৃত চার প্রতারক। একজন ঝাড়খণ্ডের জামতারার বাসিন্দা। এদের থেকে উদ্ধার ১২০০-এর বেশি জাল সিমকার্ড। পুলিশ সূত্রের খবর, শেক্সপিয়র সরণি থানার একটি কেসে লালবাজারের গোয়েন্দারা এদের চারজনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, এরা বিভিন্ন লোকের ছবি তুলে সেই ছবি দিয়ে বেআইনিভাবে একাধিক সিম কার্ড তুলত। ধৃতদের কাছ থেকে বিপুল সিম কার্ড বাজেয়াপ্ত হয়েছে।
জালিয়াতির অভিযোগে পরশ মণ্ডল-সহ আরও ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা বিভাগ। চারজনই জামতারা গ্যাংয়ের সদস্য বলে দাবি পুলিশের। এর আগে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের থেকে উদ্ধার করা হয়েছিল ১২৬০টি প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড।