শহরে ফের ভুয়ো সিবিআই অফিসার গ্রেফতার। অনির্বাণ কাঞ্জিলাল নামে এক ব্যক্তিকে গড়িয়া থেকে গ্রেফতার করেছে বড় বাজার থানার পুলিস। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়াকি-টকি এবং সিবিআইয়ের লেটারহেড। জানা গিয়েছে, ধৃত অনির্বাণ কাঞ্জিলাল, লেফটান্যান্ট হৃষিকেশ কাঞ্জিলালের ছেলে। নেতাজি নগর থানার অধীনস্ত রিজেন্ট কলোনির বাসিন্দা। তাঁকে ১৫ জুন গ্রেফতার করা হয়েছে। অনির্বাণের বিরুদ্ধে আইপিসির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
জানা গিয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার WB 06A 6140-এর একটি গাড়ি বড়বাজার থানা এলাকায় অপরাধ করার সময় ব্যবহৃত হয়েছিল৷ সেই গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের কাছ থেকে সিবিআইয়ের জাল লেটার হেড, একটি ওয়াকিটকি এবং একটি জাল পরিষেবা শংসাপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিন অভিযুক্তকে আদালতে হাজির করা হলে আগামি ২৭ জুন পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।