১৮ এপ্রিল, ২০২৪

Durga Puja: নলিন সরকার স্ট্রিটের ভাবনায় মা এবার 'গর্ভধারিণী', মণ্ডপ যেন একটুকরো প্রকৃতি
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-07 16:46:27   Share:   

দেখতে দেখতে ৯০ বছরে পা উত্তর কলকাতার (North kolkata) নলিন সরকার স্ট্রিট দুর্গাপুজোর (Nalin Sarkar Street)। অতিমারীর দু'বছর পেরিয়ে এবারে তাদের ভাবনা গর্ভধারিনী। প্রতি বছর স্বল্প পরিসরের মধ্যে থেকেই বিষয়ের অভিনবত্ব তুলে ধরে নলিন সরকারের পুজো (Durga Puja 2022)। এবারও মাকে অন্য ভাবনায় তুলে ধরছেন তাঁরা। তবে এ মা ধরিত্রী মা।

একটি মনভালো করা পরিবেশ উপহার দিতে চলেছে নলিন সরকার স্ট্রিট। একটুকরো প্রকৃতি উঠে আসবে এদের মণ্ডপে। মণ্ডপ নির্মাণে ব্যবহার হচ্ছে লোহা, টিন, বাঁশ। আর যেহেতু বিষয় প্রকৃতি, তাই থাকবে মাটি আর খড়। মণ্ডপের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হচ্ছে ঠাকুর। বানাচ্ছেন সুব্রত মৃধা। ভাবনা ব্যাখ্যায় শিল্পী জানালেন

ছোট রাস্তার মধ্যে এই পুজো। জায়গা অপ্রতুল। তা সত্ত্বেও প্রতিবারই এদের পুজোয় থাকে অভিনবত্বের ছোঁয়া। এবারেও দর্শকরা পছন্দ করবেন তাদের ভাবনা। প্রত্যয়ী পুজো কর্তারা।


Follow us on :