২০ এপ্রিল, ২০২৪

Weather: ক্রমেই বাড়ছে তাপমাত্রা,বসন্ত উৎসবের আগে জানুন আবহাওয়ার পূর্বাভাস
CN Webdesk      শেষ আপডেট: 2023-03-04 12:14:13   Share:   

এবার বসন্তেই গ্রীষ্মের ছোঁয়া। বসন্ত থেকেই গ্রীষ্মের তাপমাত্রা যেভাবে দিন-দিন বেড়ে চলেছে তাতে এখন থেকেই মানুষের নাজেহাল অবস্থা। বসন্ত উৎসবের আগেই সূর্যের দাপট ক্রমশ বেড়ে যাচ্ছে। সূর্যের এই ভয়াবহ দাপটের কারণে এখন থেকে মানুষের কপালে ঘাম। আপে্ক্ষিক আর্দ্রতা বাতাসে বেশি হওয়ায় সময় যত বাড়ছে উষ্ণতাও ঠিক ততটাই বাড়ছে। 

গ্রীষ্মকালের আগে কিন্তু গরম হাওয়ায় নাজেহাল বাংলার মানুষ।শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা বেড়ে দাঁড়াতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। হাওয়া অফিস সূত্রে খবর, ২৪ ঘন্টার মধ্যে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।যারফলে এখনি এই গ্রীষ্মের তাপমাত্রা থেকে রেহাই নেই বলে জানা যাচ্ছে। 


Follow us on :