বরানগরের ডানলপ নর্দান পার্ক থেকে ধরা পড়ল বাংলাদেশের জেএমবি জঙ্গি নূরনবী, ওরফে তমাল চৌধুরী। বাংলাদেশের গোয়েন্দা দপ্তর থেকে ইন্টারপোলে খবর আসে, এই জঙ্গি ডানলপ এলাকায় নর্দান পার্কে একটি আবাসনে একটি মহিলাকে নিয়ে থাকছে। কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের অফিসার ও বরানগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডানলপের এই আবাসনে হানা দেয় এবং হাতেনাতে গ্রেপ্তার করে এই জঙ্গিকে। বাংলাদেশের বিভিন্ন থানায় এর নামে পঁচিশটি নাশকতামূলক অভিযোগ রয়েছে।
এই ঘটনার কথা এলাকায় জানাজানি হতেই আবাসনের বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজও এলাকার আবাসনে জিজ্ঞাসাবাদ করার জন্য সিআইডির প্রতিনিধিদল ও বরানগর থানার পুলিশ আসে। ধৃত জঙ্গি নূরনবী ওরফে তমাল চৌধুরীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দা দপ্তরের অফিসাররা। এর সাথে অন্য কোনও জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। জাল নথি তৈরি করে এই আবাসনে কিভাবে এতদিন সে বসবাস করছিল, সে ব্যাপারে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
এ ব্যাপারে আবাসনের বাসিন্দারা কী বলছেন, শুনে নেওয়া যাক।