বিধানসভায় আম্বেডকর জয়ন্তীর (Ambedkar Birthday) দিনেও নবান্ন বনাম রাজ ভবন সংঘাত এড়ানো গেল না। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার এক অনুষ্ঠানে হাইকোর্টের নজিরবিহীন বিশৃঙ্খলা নিয়ে সরব ছিলেন রাজ্যপাল। গণতন্ত্রের মন্দির বিচারব্যবস্থায় এই ঘটনা কাম্য নয়। গণতন্ত্রের অন্যতম স্তম্ভকে এভাবে কোণঠাসা করা যায় না। এভাবেই খোঁচা দেন রাজ্যপাল ধনকর (Governor Dhankar)। এদিন রাজ্য বিধানসভায় (Bengal Asembly) আম্বেডকর জয়ন্তী উদযাপনের অনুষ্ঠান ছিল। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিধানসভায় দেশের প্রথম আইনমন্ত্রী বিআর আম্বেডকরের মূর্তিতে মাল্যদানের পাশাপাশি শ্রদ্ধা জানান ধনকর। তারপরেই উপস্থিত সংবাদ মাধ্যমের সামনে রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে সরব ছিলেন তিনি। যদিও প্রত্যেকের নিজস্ব গণ্ডি মেনে কাজ করা উচিৎ। ঘুরিয়ে রাজ্যপালকেই এই বার্তা এদিন বিধানসভায় দেন অধ্যক্ষ।
বৃহস্পতিবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে পাশে রেখেই রাজ্যপাল বলেন, 'গতকাল হাইকোর্টে যা ঘটেছে, তা দুঃখজনক। বিচারের মন্দিরের মাথা হেঁট করা অনুচিত। রাজ্যের মানুষ ভয় নিয়ে বেঁচে আছেন। শাসন ব্যবস্থার সবসময় একটা নির্দিষ্ট দিকে চলা উচিত।'
তাঁর প্রশ্ন, 'বিচারপতিকে বাধাদান করলে কোথায় গণতন্ত্র? গতকাল হাইকোর্টের ঘটনা অভাবনীয়। যারা বিচার চেয়ে সওয়াল করতে দাঁড়ান, তাঁদের থেকে এই আচরণ কাম্য নয়। আমাকে বেদনাহত করেছে।'
তিনি জানান, পশ্চিমবঙ্গের নিজস্ব ঐতিহ্য রয়েছে। প্রাকৃতিক-সাংস্কৃতিক দিক থেকে সমৃদ্ধ। সেই ইতিহাস আমাদের পুনরুদ্ধার করা উচিৎ। হাইকোর্ট-সহ বেশ কয়েকটি ঘটনা আমায় ভাবিয়েছে। এই প্রথম নয়, এর আগেও একাধিক অভিযোগ এসেছে। অপরাধমূলক তদন্তে নিরপেক্ষতা অবলম্বন করা হোক। আমি রাজ্য পুলিসের ডিজি এবং মুখ্যসচিবের সঙ্গে কথা বলে সন্তুষ্ট। অধ্যক্ষ, মুখ্যমন্ত্রী-সহ বিধানসভার সমস্ত সদস্যদের দায়িত্ব সংবিধানকে মেনে চলা। আমরা একই লক্ষ্যে কাজ করছি। তবে আমাদের দৃষ্টিভঙ্গি পৃথক থাকতেই পারে।
এদিকে, রাজ্যপালের এই মন্তব্যের প্রেক্ষিতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'যাঁরা দায়িত্বে আছেন, নিজের নিজের এক্তিয়ার মেনে কাজ করবেন। প্রত্যেকের নিজস্ব গণ্ডি রয়েছে। সেই গণ্ডি মেনে কাজ করা উচিৎ। বিধানসভার সমস্ত কাজ সংবিধান মেনে হয়। সমস্ত রাজনৈতিক দলকে সংবিধান মেনে কাজের অনুরোধ করছি।' তিনি জানান, রাজ্যপাল অনেক কথা বললেন। যা পুরোপুরি ঠিক না। আমরা সংবিধান মেনেই কাজ করি।