রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নাম করে এসএমএস এবং তার জেরে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার দুই। গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বাগুইহাটি এলাকার বাসিন্দা অনুস্মিতা বাউল বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগ করে জানান যে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফ থেকে তাঁর কাছে এসএমএস আসে। যেখানে জানানো হয়, সেই ব্যাংকের তাঁর অ্য়াকাউন্ট ব্লক হয়ে গেছে। সেই ব্লক খুলতে একটি লিংকে ক্লিক করতে হবে। সেই অনুযায়ী তিনি লিংকে ক্লিক করলেই তিনভাগে তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২৮ হাজার ৪৬৯ টাকা উধাও হয়ে যায়।
এই ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ভাটপাড়া এলাকায় গতকাল রাতে হানা দেয়। সেখান থেকে সুরাজ দাস ও বিকাশ শাহকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, এই দুই ব্যক্তি জামতারা গ্যাংকে এই ব্যাংকের অ্যাকাউন্টগুলো দিয়ে প্রতারণার কাজে সাহায্য করতো। আজ অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই দুজনের সঙ্গে জামতারা গ্যাংয়ের যোগ কার মাধ্যম দিয়ে, তা খতিয়ে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।