ব্রেকিং নিউজ
in-state-those-who-dress-according-to-their-religion-will-go-to-school
Hijab: রাজ্যে যে যার ধর্ম অনুযায়ী পোশাক পরে স্কুলে যাবে, হুঁশিয়ারি মদনের

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-02-24 19:18:44


হিজাব ইস্যুতে গর্জে উঠল কামারহাটি। বৃহস্পতিবার দুপুরে কামাহাটির রথতলা মোড়ে এলাকার বিধায়ক মদন মিত্রের নেতৃত্বে ওই পুরসভার সমস্ত তৃণমূল প্রার্থী সহ মুসলিম সম্প্রদায়ের মহিলাদের উপস্থিতিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে মদন মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন পুরপ্রধান গোপাল সাহা, বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা। এদিন বিধায়ক এলাকার সমস্ত মুসলিম সম্প্রদায়ের মহিলাদের মুখে কালো কাপড় বেঁধে রথতলা মোড় থেকে ১১ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল সংঘটিত করেন।

এদিনের প্রতিবাদ মিছিল শেষে জাতীয় পতাকা তুলে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মদন মিত্র বলেন, বিজেপি কোনওরকম সংস্কৃতি ও ধর্ম বিশ্বাস করে না। ওরা বলেছিল, বেটি বাঁচাও বেটি পড়াও। এখন আওয়াজ উঠেছে ঠিক উল্টোটা। এ ধরনের উশৃঙ্খল কার্যকলাপ বাংলায় বরদাস্ত করা যাবে না। এরাজ্যে যে যার ধর্ম অনুযায়ী পোশাক পরে স্কুলে যাবে। এতে কেউ বাধা দিলে বাংলায় আগুন জ্বলবে।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন