২০১৮ সালের একটি মামলায় কলকাতা পুরসভার (KMC) বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (calcutta high court)। যে সময় এই মামলা দায়ের হয়েছিল, সেই সময় পুরসভার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। ত্রিপুরা ভবন নামে এক হেরিটেজ ভবনের (heritage site) একটি অংশ বেআইনিভাবে বিক্রির অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার রায়েই এদিন সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।
এদিনের রায়ে পুরসভাকে ২২ কোটি টাকা জমা রাখারও নির্দেশ দিয়েছে আদালত। ২০ জুনের মধ্যে আদালতকে রিপোর্ট পেশ করবে সিবিআই। একদা কলকাতার মেয়র থাকাকালীন রাজ্য মন্ত্রিসভার একাধিক দফতর সামলেছেন শোভন চট্টোপাধ্যায়। তবে এসএসসি নিয়োগ দুর্নীতির পাশাপাশি কলকাতা পুরসভার বিরুদ্ধেও সিবিআই তদন্ত হওয়ায় যথেষ্ট চাপে রাজ্য সরকার।