২০ এপ্রিল, ২০২৪

Asset: মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তিবৃদ্ধি মামলা কি গ্রহণযোগ্য? জানতে হলফনামা চাইল হাইকোর্ট
CN Webdesk      শেষ আপডেট: 2022-09-06 20:32:16   Share:   

মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তিবৃদ্ধি (CM Mamata) মামলা আদৌ গ্রহণযোগ্য কিনা, সবপক্ষ থেকে জানতে চাইল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। বাদী-বিবাদী সবপক্ষকে আগামি দুই সপ্তাহের মধ্যে হলফনামা (Affidavit) আকারে জমা দিতে হবে। এমনটাই এদিন নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। এদিনের শুনানি প্রসঙ্গে মামলাকারী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, '২০১১-র পর থেকে মুখ্যমন্ত্রীর পরিবারের বিপুল সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চিটফান্ড-কাণ্ডের পর ২০ কোটি টাকার বেশি সম্পত্তি কিনেছে মুখ্যমন্ত্রীর পরিবার। এই অভিযোগ সংক্রান্ত নথি আমরা জমা দিয়েছি। আমরা কোর্টকে জানিয়েছি নির্বাচন কমিশনে দাখিল হলফনামায় উল্লেখ সম্পত্তির সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।' 

তিনি জানান, সিবিআই, ইডি, আয়কর দফতর এই মামলার অন্যতম পক্ষ। প্রত্যেকেই হলফনামা জমা দেবে। সমাজসেবীর পরিবার লক্ষ-কোটি টাকার সম্পত্তি কিনেছে। আদালত আমাদের সওয়াল শুনে জনস্বার্থ মামলাটি গ্রহণ করেছে। ২৮ নভেম্বর পরবর্তী শুনানি। গ্রহণযোগ্য কিনা, সেই প্রশ্নের উপর শুনানি হলফনামা দাখিলের পর হবে।

তাঁর মন্তব্য, 'উনি আমার মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি পরিষ্কার হয়ে আসুক। উনার উচিৎ তাঁর পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো থেকে নিজেকে পরিষ্কার রাখা। বলা উচিৎ ছিল আয়কর দফতর বা ইডি ওঠা অভিযোগগুলো তদন্ত করুক।'


Follow us on :