২০১৭ সালে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চাকরিপ্রার্থীরা। নামও উঠেছে তালিকায়। তবুও তাঁদের কপালে জোটেনি চাকরি। তাই ডব্লিউবিজিডিআরবি- ২০১৭ এর গ্রুপ-ডি ওয়েটিং ঐক্য মঞ্চের তরফ থেকে বুধবার গণ ডেপুটেশন জমা দিতে যান চাকরিপ্রার্থীরা। নিউটাউনের আকাঙ্খা মোড়ে এদিন প্রতিবাদ মিছিল করতেও দেখা যায় তাঁদের।
প্রতিবাদকারী এক চাকরিপ্রার্থী বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে লক্ষ লক্ষ শূন্যপদ। এত শূন্যপদ থাকা সত্ত্বেও তাঁদের নিয়োগ করছে না। এমনকি কোনও রকম নোটিস না দিয়ে নিয়োগ করা হচ্ছে। নিয়োগের ক্ষেত্রে বড়সড় দুর্নীতি চলছে।
আরেক প্রতিবাদকারী জানান, বিধানসভা ভোটের পর অস্বচ্ছতার মাধ্যমে গ্রুপ-ডি-র ছয় হাজার কর্মী নিয়োগ করা হয়েছে। আগামী একমাসের মধ্যে তাঁদের স্বচ্ছ নিয়োগের কোনও রকম ব্যবস্থা না করলে আগামী দিনে অনশন কর্মসূচির পথে হাঁটবেন তাঁরা। তাতেও সুরাহা না হলে স্বেচ্ছামৃত্যু কর্মসূচি নেবেন বলে জানান।
উল্লেখ্য, অবিলম্বে চাকরির দাবিতে এর পূর্বেও তাঁরা পথে নেমেছিলেন। কিন্তু তখনও তাঁদের আশ্বাসটুকুই জুটেছিল। এখন অপেক্ষার, তাঁদের দাবি মেনে নিয়োগ করা হয় কিনা।