মর্মান্তিক ঘটনা! সম্পত্তিগত বিবাদে দাদাকে খুনের চেষ্টা ভাইয়ের। হাড়হিম করা এই ঘটনা ডিমপট্টি এলাকার ২৮/এ জাস্টিস এমএম মুখার্জির রোডের। এই বাড়ির বাসিন্দা সায়ক খাসনবিস। তাঁর দাদা অনির্বাণ খাসনবিস। রবিবার আচমকাই দাদাকে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে ভাই। ৩৫ বছর বয়সের অনির্বাণ একটি গ্রামীণ ব্যাঙ্কে কর্মরত ছিলেন। বাড়িতে থাকতেন সায়ক, অনির্বাণ আর তাঁদের বাবা-মা এবং তাঁদের পিসতুতো দাদা।
অনির্বাণ এবং সায়কের দিদি প্রিয়াঙ্কা পালের অভিযোগ, তাঁর ছোট ভাই সায়ক দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বাড়িতে অশান্তি করত। মা-বাবার উপর অত্যাচার করত। সুপারি কিলার দিয়ে খুনের হুমকিও এর আগেও সায়ক তাঁর দাদা এবং বাবা-মাকে দিয়েছে। রবিবার এই ঘটনা বিশ্বাসই করতে পারচ্ছেন না তাঁরা।
পুলিস সূত্রের খবর, মূলত সম্পত্তি নিয়ে বচসার জেরে এই ঘটনা। সায়ক যখন তাঁর দাদা অনির্বাণকে এলোপাথাড়িভাবে কোপাতে থাকে সেই সময়ে অনির্বাণ পালিয়ে দো'তলায় যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই সময় সায়ক ফের দো'তলায় উঠে গিয়ে এলোপাথাড়িভাবে অনির্বাণকে কোপ দেয়। সেই সময় তাঁর দিদি প্রতিবেশীদের খবর দেয় এবং প্রতিবেশীরা গিয়ে অনির্বাণকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতিবেশীরা অনির্বাণকে উদ্ধার করে এনআরএসে নিয়ে যায়। সেখানে তাঁর চিকিৎসা করা হচ্ছে।
পরিবার সূত্রে খবর, তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল।মুচিপাড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে সায়ক খাসনবিসকে। পুলিস তাঁকে জিজ্ঞাসাবাদ করছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিস।