ব্রেকিং নিউজ
Fake note: নকল টাকা দিয়ে বাজার, বাগুইআটিতে আটক মহিলা
HomekolkataFake note: নকল টাকা দিয়ে বাজার, বাগুইআটিতে আটক মহিলা
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-11-20 16:03:04
জাল টাকা নিয়ে বাজার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক মহিলা। ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে বাগুইহাটি ভিআইপি মার্কেটে।
বাগুইআটি ভিআইপি মার্কেটের দোকানদার সন্তোষ সাহা জানান, শনিবার প্রথমে ওই মহিলা তাঁর দোকানে এসে ৪ প্যাকেট বড়ি কিনে নিয়ে যায়, ১০০ টাকার একটি নোট দিয়ে। সন্দেহ হওয়ায় ভালো করে দেখে বুঝতে পারেন, নোটটি জাল। এরপরই তড়িঘড়ি ওই মহিলাকে ধরে পুলিসের হাতে তুলে দেওয়া হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে জাল টাকা দিয়ে বাজার করে ওই মহিলা। প্রায় তিন মাস আগে সেখানকার একটি মুদির দোকানে ৫০০ টাকার বাজার করে। পরে ওই দোকানদার বুঝতে পারেন, টাকাটা জাল। শুধু তাই নয়, একটি সোনার দোকানেও প্রায় ৬০০০ টাকা দিয়ে সোনা কেনে ওই মহিলা। এর আগেও অনেকের সন্দেহ হয়েছিল। কিন্তু মহিলা চলে যাওয়ায় তাকে আর ধরা সম্ভব হয়নি। এদিনও সে টাকা দিয়ে চলেই গিয়েছিল। কিন্তু পাশেই একজনের সন্দেহ হওয়ায় সে ওই দোকানদারকে টাকাটা ভালো করে পরীক্ষা করে দেখতে বলে। আর তখনই ধরা পড়ে, সেটি জাল।
জাল টাকা সমেত মহিলাকে আটক করেছে বাগুইআটি থানার পুলিস। পুলিস সূত্রে খবর, মহিলার থেকে ৫৩ টি ১০০ টাকা কালার জেরক্স করা নোট উদ্ধার হয়েছে।
জাল টাকার রমরমা নতুন কিছু নয়। ইতিমধ্যেই পুলিস এই ধরনের বেশ কিছু চক্রকে পাকড়াও করেছে। কিন্তু এক মহিলা এভাবে দিনের পর দিন জাল টাকা দিয়ে বাজার করছে, এই ঘটনা কিছুটা হলেও নতুন। ফলে সে কোথায় এই টাকা ছাপাচ্ছে, তার সঙ্গে অন্য কোনও চক্র জড়িত কি না, এসবই পুলিস তদন্ত করে দেখতে চাইছে। ওই মহিলা এর আগে ওই বাজার বা আশপাশের কোথায় এই ধরনের জাল নোট ব্যবহার করে বাজার করেছে, সেটাও জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা করা হচ্ছে।