সাতসকালে বিস্ফোরণ। ঘটনাস্থল বিধাননগর পূর্ব থানার সল্টলেক সুইস গেটের সামনের ডাস্টবিন। পাশেই খেলা করছিল সল্টলেক নয়াপট্টি এলাকার বেশ কিছু বাচ্চা। বিস্ফোরণে দুজন বাচ্চা আহত হয়। তাদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিস।
রোজকার মতো বৃহস্পতিবার সকালেও বাচ্চারা খেলছিল নয়াপট্টি এলাকায় ওই ডাস্টবিনের আশেপাশে খেলার জায়গায়। ঠিক তখনই ঘটে যায় বিস্ফোরণ। কী থেকে এই বিস্ফোরণ ঘটেছে, তা খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিস।
আহত দুজনের মধ্যে একজনের নাম বুবাই দাস, বয়স ১১। অপরজন লোকেশ সরকার, বয়স ৯। দুজনেই নয়াপট্টির বাসিন্দা। বিস্ফোরণের ফলে দুজনের শরীরের একাধিক অংশ পুড়ে যায়। ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে থাকেন আহত শিশুদের পরিবারের লোকজন।
আহতদের সঙ্গেই সেসময় খেলছিল যে বাচ্চাগুলি, তাদেরই একজন জানায়, খেলতে খেলতে যখন তারা ডাস্টবিনের কাছে যায়, তখন বুবাই সেখান থেকে কিছু একটা হাতে তুলে নেয়। সে বুবাইকে ওদিক থেকে চলে আসতে বলে। তখন বুবাই ওটা ছুঁড়ে মারলে সজোরে বিস্ফোরণ ঘটে।
বিধাননগর ৩৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার জয়দেব লস্কর বলেন, তিনি শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। সুইস গেটের কাছেই পৌরসভার ভ্যাট রয়েছে। সেখানেই এই বিস্ফোরণটি ঘটে। তিনি আহত বাচ্চাদের পরিবারের পাশে রয়েছেন। তাঁদের চিকিৎসার সমস্ত দায়িত্ব তাঁরা নেবেন। বোমা নাকি অন্য কিছু থেকে এই ঘটনা ঘটেছে, তা পুরোটাই তদন্ত সাপেক্ষ। পুলিসকে দ্রুত এর তদন্ত করতে বলা হয়েছে।
বিধাননগরের ডিসি ইন্দ্রানী মুখার্জি বলেন, সকাল সাড়ে দশটায় তাঁরা খবর পান। তাঁদের প্রাথমিক অনুমান, ব্যাটারি জাতীয় কিছু থেকেই এই বিস্ফোরণ। বোমা রাখা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। আহত বাচ্চারা এখন অনেকটাই সুস্থ আছে বলে তিনি জানান।
উল্লেখ্য,পরীক্ষানিরীক্ষার জন্য ঘটনাস্থলে যান বিধাননগর বোম স্কোয়াডের আধিকারিকরাও।