ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনার রেশ কাটেনি। তার মধ্য়েই ফের মেট্রোয় মরণঝাঁপ। শুক্রবার সকালে এই ঘটনার সাক্ষী থাকল রাজ্য়বাসী। এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে চলন্ত মেট্রোর সামনে লাইনে ঝাঁপ বছর ৪৫-র এক ব্যক্তির। পুলিস সূত্রে খবর মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় কবি সুভাষগামী মেট্রো পরিষেবা। সকাল ৭ টা ৪৫ মিনিট থেকে সাড়ে ৮ টা পর্যন্ত বন্ধ ছিল কবি সুভাষগামী মেট্রো। ফলে অফিস টাইমে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। পরে স্বাভাবিক হয় মেট্রো চলাচল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭.৪৫ নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলেন এক ব্য়ক্তি। সেই সময় ডাউন লাইনে মেট্রো ঢুকছিল। আচমকাই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন তিনি। লাইনের উপরেই কিছুটা দূরে ছিটকে পড়েন । দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খবর দেয় উদ্ধারকারী দলকে। ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।
একাধিকবার এমন অনেক ঘটনা ঘটেছে মেট্রো স্টেশনে। আর তাতেই রাশ টানতে, আগের থেকে আরও কড়াকড়ি করা হয়েছে মেট্রো নিরাপত্তার দিকটি। দুর্ঘটনা এড়াতে সংখ্যায় বাড়ানো হয়েছে সিসি ক্যামেরা। তবুও থামানো যাচ্ছে না এধরণের ঘটনা।