ব্রেকিং নিউজ
Birati: সারমেয় পোষায় কটাক্ষের মুখে দুই বোন
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2021-11-26 18:40:52
আবাসনে সারমেয় পোষা নিয়ে পশুপ্রেমীদের ওপর অত্যাচার। এমন খবর প্রায় শোনা যায়। এমনকি কিছুদিন আগেও এক অভিনেত্রী এমনই একটি অভিযোগ তুলে স্যোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সম্প্রতি ফের একই বিষয় নিয়ে অভিযোগ তোলেন বিরাটির বাসিন্দা দুই বোন অদিতি রায় চৌধুরী ও কোয়েল রায় চৌধুরী। ছোট থেকেই রাস্তার সারমেয়দের প্রতি তাঁদের ভালবাসা ও কর্তব্য প্রদর্শন করে চলেছেন। কিন্তু তাঁদেরই আবাসনের অন্য তিন বাসিন্দা তাঁদের এই কাজকে ভালো চোখে দেখেন না বলে অভিযোগ তাদের।
বুধবার গভীর রাতে যা চরমে পৌঁছয়। দীর্ঘ ১৫ বছর ধরে তাঁদের পোষা এক সারমেয়কে কিডন্যাপ করা হয় বলে অভিযোগ। যা নিয়ে নিমতা থানার দ্বারস্থ হন দুই বোন। তাঁদের আরও অভিযোগ, শুধু সারমেয়ই নয় তাদের প্রতিবেশীদের দ্বারা তাঁরাও আক্রান্ত হন। যার ফলে আতঙ্কে রয়েছে দুই বোন। মেয়েদের ওপর এই অত্যাচারের ফলে দুশ্চিন্তায় থাকেন তাঁদের সত্তরোর্ধ মাও।
এই অমানবিকতার বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়েছেন অদিতি রায় চৌধুরী ও কোয়েল রায় চৌধুরী। অদিতি বলেন, দীর্ঘ বছর ধরে তাঁদের ওপর অত্যাচার হয়ে চলেছে। এমনকি তাঁকে মারধরও করা হয়। তাঁদের হুমকি দেওয়া হয়,পথ সারমেয়দের নিয়ে তাঁদের এই কাজ বন্ধ না করলে ফ্ল্যাট ছেড়ে চলে যেতে বলা হয় তাদের। নানাভাবে তাঁদের হেনস্থার শিকার হতে হয়। অভিযোগ, তাঁদের পোষা গর্ভবতী একটি সারমেয়কে বিষ খাইয়ে মেরে ফেলে তাঁর আবাসনের কয়েকজন আবাসিক। সম্প্রতি অসুস্থ একটি সারমেয়কে তুলে এনে ডাক্তার দেখিয়ে আবাসনের নিচে রাখেন তারা। সেখান থেকে অসুস্থ সারমেয়টিকে নিয়ে গিয়ে তার ওপর অত্যাচার চালানো হয়। কোনওভাবে প্রাণে বেঁচে যায় প্রাণিটি।
ওই অভিজাত আবসনের আবাসিক সুজাতা রায় জানান, দুই বোন বিনা স্বার্থে রাস্তার সারমেয়দের জন্য করে যান। তাঁদের নানা কুৎসিত কটাক্ষের মুখেও পড়তে হয় এর জন্য বারবার। তিনি নিজে দেখেছেন সারমেয়দের ওপর অমানবিক অত্যাচার করতে আবাসনের কয়েকজন বাসিন্দাকে। কখনও গায়ে জল ঢেলে দেয়, আবার কখনও ঢিল ছুঁড়ে মারে নিরীহ জীবগুলিকে। দুই বোন তাদের নিয়ে চ্যালেঞ্জে নেমেছেন। তবে ওই দুই বোনকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাঁর।
এমন অমানবিক নজির বারবার উঠে আসছে শহর কলকাতার অলিতে-গলিতে। নিরীহ জীবদের ওপর বিভিন্ন অত্যাচারের ছবি প্রায় স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়। যা নিয়ে নিন্দার ঝড় ওঠে। সমস্যা সমাধানের পথ খুঁজছেন পশুপ্রেমীরা।