বিপুল পরিমাণ সোনা উদ্ধার হল কলকাতা বিমানবন্দরে। মায়ানমারের দুই যাত্রীর থেকে ওই সোনা উদ্ধার হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ ই-সিগারেট উদ্ধার হয় বিমানবন্দরে।
শুল্ক দপ্তর সূত্রে খবর, রবিবার মায়ানামারের দুই বাসিন্দা কলকাতায় নেমেছিলেন। বিমানবন্দর থেকে গ্রিন চ্যানেল ব্যবহার করে বাইরে বেরোনোর সময় তাঁরা মেটাল ডিটেক্টর এড়িয়ে অন্যদিক দিয়ে বেরোনোর চেষ্টা করছিলেন। ব্যাপারটা লক্ষ্য করেন এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের কর্তারা। তাঁরা ওই দুই যাত্রীকে ধরে পরীক্ষা করলে তাঁদের পায়ুদ্বার থেকে প্রায় দু'কেজি সোনা উদ্ধার হয়। যার বর্তমান বাজারমূল্য এক কোটি টাকারও বেশি।
অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার কলকাতা বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে গ্রেপ্তার করে শুল্ক দপ্তর। ওই যাত্রীর কাছ থেকে ১২৩০ পিস বিদেশী ই-সিগারেট উদ্ধার হয়। যার বাজারমূল্য প্রায় তিরিশ লক্ষ টাকা। চোরাচালান করার জন্য ওই ব্যক্তি কলকাতায় লুকিয়ে ই-সিগারেট এনেছিলেন বলে দাবি শুল্ক দপ্তরের।