রাজ্যে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) নিয়ে ফের সক্রিয় সিবিআই। মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) উত্তর কলকাতা শহরতলির দমদম পার্কে অভিযান চালায়। একুশের ভোট পরবর্তী হিংসার বলি কেষ্টপুরের প্রসেনজিৎ দাস। এমন অভিযোগই সিবিআইয়ের কাছে করেছেন প্রসেনজিতের মা। কেষ্টপুর (Keshtopur) দাস বাড়িতে গিয়ে এদিন কথা বলেন কেন্দ্রীয় তদন্তকারী দল। সিবিআইয়ের কাছে প্রসেনজিতের মায়ের আবেদন, তাঁর ২৮ বছরের ছেলেকে যারা মেরেছে, তাঁরা যেন শাস্তি পায়।
তবে শুধু প্রসেনজিত দাস নয়, এলাকার বেশ কিছু বিজেপি কর্মীও ভোট পরবর্তী হিংসার শিকার। তাঁদের সঙ্গেও কথা বলেছেন সিবিআই আধিকারিকরা। এদিন সল্টলেক সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর থেকে বেরিয়ে সেই বাড়িতে মঙ্গলবার গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। এলাকাবাসীর সঙ্গে কথা বলার পাশাপাশি সেই বাড়ির অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। সেই বিজেপি কর্মীর মৃত্যুর আসল কারণ জানার চেষ্টা করেছে সিবিআই আধিকারিকরা।
এদিকে, শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে অর্পিতার একাধিক ফ্ল্যাট এবং নেইল আর্ট ষ্টোরে ইডির হানা। এদিন সকাল থেকেই উত্তর এবং দক্ষিণ কলকাতা-সহ এবং শহরতলির পাঁচ জায়গায় হানা দিয়েছে ইডি। অর্পিতাকে জেরা করে পাওয়া সূত্র ধরেই সম্ভবত এই অভিযান বলে সূত্রের খবর।