গত একসপ্তাহের মত শুক্রবারও সিজিও কমপ্লেক্সে হোম ডেলিভারির মাধ্যমে খাবার এলো পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের জন্য। এই দু'জন ইডি ক্যান্টিনের খাবার খাচ্ছে না। এমনটাই ইডি সূত্রে খবর। এদিকে, অর্পিতার ফ্ল্যাটে কোথা থেকে এলো সোনার বার? উদ্ধার হওয়া সোনার পেন কোথায় পেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়? এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ইডির অন্দরে।
ইডি সূত্রে খবর, নগদ টাকা সোনার বারে রূপান্তরিত করা হয়ে থাকতে পারে। তাহলে অর্পিতাকে কে করলেন এই কাজে সাহায্য? সোনা চোরাচালান চক্রের এক মাথার মাধ্যমে করা হয়ে থাকতে পারে এই রূপান্তর। এমন তথ্য উঠে এসেছে ইডি-র হাতে। এবার সেই চক্রের মাথার খোঁজ শুরু করল কেন্দ্রীয় সংস্থা।
এদিকে, উদ্ধার হওয়া গোল্ড এবং পেনও এসেছে উপহার হিসেবে। সম্ভবত
সেই সোনা পাচার চক্রের মাথা দিয়েছেন উপহার। তদন্তে এমন ইঙ্গিত ইডির। সূত্রের খবর, অর্পিতার ফোন কল ঘেঁটে ওই চক্রের মাথার সঙ্গে যোগাযোগের এই লিঙ্ক পেয়েছে ইডি।