এবার দেশে করোনার চতুর্থ ঢেউ কি আছড়ে পড়তে চলেছে? সেই আশঙ্কায় এখন দেশবাসীর মনে। কারণ, ধীরে ধীরে দৈনিক সংক্রমণের হার সেদিকেই ইঙ্গিত করছে। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৩৬ জন। যা গতকালের থেকে সামান্য বেশি। শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৫ হাজারের বেশি মানুষ। কেরলের অবস্থাও অনেকটা একইরকম। রাজধানী দিল্লির অবস্থাও বেশ উদ্বেগের। পাল্লা দিয়ে বাড়ছে পজিটিভিটি রেটও। স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে করোনা। এরই মধ্যে শহর কলকাতায় ফের করোনার থাবা।
সূত্রের খবর, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্টেলে এবার করোনায় আক্রান্ত পড়ুয়ারা। জানা যায়, এখানকার চারজন পড়ুয়া করোনা আক্রান্ত। তাঁদেরকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। আরও জানা যায়, করোনার উপসর্গ রয়েছে আরও বেশ কয়েকজনের। যাদের করোনার উপসর্গ রয়েছে তাঁদেরকে হস্টেলেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অন্যদিকে আক্রান্তদের সংস্পর্শে কোন কোন পড়ুয়া এসেছিলেন দুই থেকে তিনদিনের মধ্যে তা খোঁজ চালানো হচ্ছে, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তরফ থেকে।
হাসপাতাল সূত্রে খবর, যাদের উপসর্গ রয়েছে তাঁদের টেস্টের পরামর্শ দেওয়া হয়েছে। এখনই সবাইকে কোয়ারেন্টিনে রাখা হচ্ছে না। যাদের উপসর্গ রয়েছে তাঁদের রিপোর্ট যতক্ষণ না আসবে তাঁদের আলাদা থাকার কথা বলা হয়েছে।