এবার খাস কলকাতায় পুলিসি জুলুমের অভিযোগ। ঘটনায় অটো বন্ধ রেখে প্রতিবাদ জানানো হয়। মঙ্গলবার সকাল ১০টা থেকে টালিগঞ্জ (Tollygunge) থেকে গড়িয়া (Garia) রুটে অটো (Auto) বন্ধ রাখলেন চালকরা। বেলা বাড়তেই রানিকুঠি মোড়ে পুলিসের (Police) সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অটো চালকরা।
অটো চালকদের অভিযোগ, অটো চালাতে গিয়ে দিন দিন পুলিশি হেনস্থার শিকার হচ্ছেন তাঁরা। অযথা কেস দিচ্ছে। সারাদিনে ২০০ টাকা আয় হয়না, তারমধ্যে দিনে ৫০০ টাকার ২ থেকে ৩ টে কেস আসছে। এইভাবে কীভাবে তাঁরা রোজগার করবে। এর প্রতিবাদেই এদিন টালিগঞ্জ-গড়িয়া রুটে অটো বন্ধ রাখেন চালকরা। বেলা বাড়লেও পুলিস-প্রশাসনের কোনও সদুত্তর মেলেনি, এমনটাই তাঁদের দাবি।
তবে মঙ্গলবার সকাল থেকে অটো বন্ধ থাকায় দুর্ভোগে যাত্রীরা।