ব্রেকিং নিউজ
arpita-mukherjee-kin-of-minister-partha-faces-accident-on-her-way-to-cgo-complex-in-saltlake
Accident: কোর্ট থেকে সিজিও কমপ্লেক্স যাওয়ার পথে দুর্ঘটনার কবলে অর্পিতা

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-07-24 21:14:19


ব্যাঙ্কশাল কোর্ট থেকে সিজিও কমপ্লেক্স যাওয়ার সময় দুর্ঘটনার কবলে অর্পিতা মুখোপাধ্যায়। ইডির গাড়ি তাঁকে নিয়ে সল্টলেক যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। তবে নিরাপদেই অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরনোর মুহূর্তেই এই দুর্ঘটনা। কনভয়ের একদম প্রথমে ছিল অর্পিতার গাড়ি, সেই গাড়িকে এসে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। অর্পিতার চোট গুরুতর নয়, তবে গাড়ির বনেট ক্ষতিগ্রস্ত হয়েছে।  এই দুর্ঘটনার জেরে কেন্দ্রীয় সংস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে, অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার কারণ দর্শানোর জন্য আলাদা নোটিশ ইস্যু করা হবে ইডির তরফে। কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর, অর্পিতার ফ্ল্যাট থেকে এক হাজার ডলার বৈদেশিক মুদ্রা পাওয়া গিয়েছে। এই টাকা কীভাবে তিনি পেয়েছিলেন? নথি-সহ ইডিকে সেটাই জানাতে হবে। উত্তরে সন্তুষ্ট না হলে অর্পিতার বিরুদ্ধে ফেমা আইনে মামলা রুজু করবে ইডি।

অপরদিকে, একদিনের ইডি হেফাজতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। রবিবার ইএসআই হাসপাতালে ফের পরীক্ষার পর তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়েছিল। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয় মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই বিচারক অর্পিতার একদিনের ইডি হেফাজত দিয়েছেন। এদিন আবার কোর্টে তোলার সময় কেঁদে ফেলেন অর্পিতা মুখোপাধ্যায়। এমনটাই ইডি সূত্রে খবর।

রবিবার শুনানি শেষে কোর্টের তরফে নির্দেশ, 'রাত ৯টা-সকাল ৬টা পর্যন্ত জেরা করা যাবে না অর্পিতাকে। জেরার সময় রাখতে হবে মহিলা পুলিস বা ইডি কর্মী। হেফাজতে থাকাকালীন অভিযুক্ত প্রয়োজনে আইনজীবীকে ডাকতে পারবেন।' সূত্রের খবর, সোমবার একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ফের আদালতে তুলবে কেন্দ্রীয় সংস্থা।

এদিকে, ব্যাঙ্কশাল কোর্ট রবিবার অর্পিতার জামিন খারিজ করেছে। এদিনের সওয়াল-জবাবে ইডির আইনজীবী এজলাসে বলেছেন, 'তদন্ত করতে গিয়ে একটা পিঁয়াজ পাওয়া গিয়েছে। খোসা যত ছাড়ানো হবে, তথ্য তত বেরোবে। ১৩-১৪টি ফটোকপি পাওয়া গিয়েছে। এগুলোর সঙ্গে যোগসূত্র আছে অর্পিতার। অনেক খাম পাওয়া গিয়েছে মন্ত্রীর নাম লেখা। বিপুল অর্থ পাওয়া গিয়েছে, এ যেন আলিবাবার বাক্স।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন