খাস কলকাতায় উদ্ধার এক কেজি বিস্ফোরক। বাগবাজার মেডিকেল স্টোরের প্রথম তল থেকে উদ্ধার এই বিস্ফোরক। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়। জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, ঠিক সেই ধরনের বিস্ফোরক উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে এমনটাই জানতে পেরেছে পুলিস। উদ্ধার হওয়া বিস্ফোরকগুলোর মধ্যে গ্রেনেড জাতীয় বিস্ফোরণ রয়েছে। এমনটাই পুলিস সূত্রে খবর।
ইতিমধ্যেই বিস্ফোরকগুলিকে ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা এই মেডিক্যাল ষ্টোরের ভিতরে কে এই বিস্ফোরক রাখলো, তদন্ত করছে পুলিস।এদিকে একুশে জুলাইয়ের সভার আগে উদ্ধার হওয়া বিস্ফোরক ঘিরে কিছুটা উদ্বিগ্ন পুলিসকর্তারা। ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষা করেই বোঝা যাবে কতটা সক্রিয় ছিল বিষ্ফোরকগুলো।