ব্রেকিং নিউজ
eb raid mustard oil হদিশ মিলল ভেজাল সরষের তেলের, দোকানে হানা ইবি আধিকারিকদের
Homekolkataeb raid mustard oil হদিশ মিলল ভেজাল সরষের তেলের, দোকানে হানা ইবি আধিকারিকদের
Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-01-21 14:35:22
বাজারে পেট্রোপণ্যের পাশাপাশি ভোজ্য তেলের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। আর তার মধ্যে লকডাউন, করোনা ভাইরাসের জেরে বন্ধ কাজকর্ম। সংসার চালাতে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। আর এই অবস্থায় ভেজাল সরষে তেলের ব্যবসা রমরমিয়ে চালাচ্ছে একদল ব্যবসায়ী, অভিযোগ এমনই।
বেশ কিছুদিন ধরেই এমন খবর পাচ্ছিলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। সেই খবরের সূত্র ধরে খান্নার একটি দোকানে হানা দেন ইবির আধিকারিকরা। দোকান থেকে ৫০ লিটার ভোজ্য তেল, ২০০ লিটার সরষের তেল ও ৩০০ লিটার রাইস ব্রায়েন তেল তাঁরা বাজেয়াপ্ত করেন। এবার এটি পরীক্ষার জন্য পাঠানো হয় ল্যাবে।
স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘ বেশ কয়েকবছর ধরে এই ব্যবসায়ী ভেজাল তেলের ব্যবসা করে চলেছেন। অনেকদিন ধরেই তাঁরা খেয়াল করেছিলেন। তবে এইবার হাতেনাতে ধরে ইবি।
ইবি সূত্রের খবর, এই দোকানে মূলত সরষের তেলের সঙ্গে রাইস ব্রায়েন তেলকে মিশিয়ে দেওয়া হত। এমনকি, এসেন্স মেশানোরও অভিযোগ উঠেছে। যদিও বা ইবির দাবি, সরষের তেলের সঙ্গে অন্য তেল মেশানো হলেও এর সঙ্গে এসেন্স মেশানোর কোনও কিছু পাননি পরীক্ষায়।