পল্লবী, বিদিশা, মঞ্জুষার পর এবার সরস্বতী সাহা। ফের উদ্ধার যুবতীর দেহ। জানা গিয়েছে, মৃতের নাম সরস্বতী সাহা। কসবার বেদিয়াডাঙা থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। পেশায় মডেল এই তরুণীর মৃতদেহের পাশ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। শুধু মাকে কৃতজ্ঞতা জানিয়ে একটা নোট উদ্ধার হয়েছে। পাশাপাশি পরিবারের তরফেও কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস।
এদিকে, দিন কয়েক আগেই মডেল অভিনেত্রী বিদিশার বন্ধু মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ উদ্ধার পাটুলির বাড়ি থেকে। দেহ উদ্ধার করে পুলিশ আধিকারিকরা। বিদিশা ও মঞ্জুষা ঘনিষ্ঠ বন্ধু ছিল বলেই পরিবার সূত্রে খবর। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিত্সকরা।
পুলিশ সূত্রে খবর, মঞ্জুষার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ডাকাডাকি করে দরজা না খুললে দরজা ভেঙে ভিতরে ঢুকে মঞ্জুষার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। প্রাথমিক ভাবে পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন এই মডেল-অভিনেত্রী। তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।
পরিবার সূত্রে জানা গেছে, বিদিশার মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন মঞ্জুষা। মাত্র ছয় মাস আগে তার বিয়ে হয়েছিল। সংসারে কোনও ধরণের অশান্তি ছিল না বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে এই ঘটনা তার তদন্তে পুলিস।