০৫ অক্টোবর, ২০২৩

Death: বাগুইআটিতে মহিলার রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী
CN Webdesk      শেষ আপডেট: ০৫ অক্টোবর, ২০২৩   Share:   

গভীর রাতেই খাস কলকাতায় (Kolkata) অস্বাভাবিক মৃত্যু (death) ঘিরে চাঞ্চল্য। বাগুইআটি (Baguiati) আমবাগান এলাকার এক মহিলার অস্বাভাবিক মৃত্যু। কীভাবে এই মৃত্যু সঠিক জানেন না প্রতিবেশীরাও। ঘটনার তদন্তে নাগের বাজার থানার (Nager Bazar police station) পুলিস। শনিবার দুপুর দিকে মৃতার স্বামীকে গ্রেফতার করে পুলিস।

স্থানীয় সূত্রে খবর, মৃত মহিলা বছর ২৮ এর তিতাস নন্দী। ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয় তাঁর ফ্ল্যাটের নিচে। প্রতিবেশীদের প্রাথমিক অনুমান, পাঁচ তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। এক মাস আগে এক যুবকের সঙ্গে তার রেজিস্ট্রি হয় তাঁর। তারপর থেকেই গ্রাউন্ড ফ্লোরে ওই যুবকের সঙ্গে থাকতেন তিনি। তবে প্রতিনিয়ত অশান্তি হতো বলে এমনটাই খবর। শুক্রবার গভীর রাতে দেখা যায় ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই নাগেরবাজার থানার পুলিস মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিস খতিয়ে দেখছে পুরো বিষয়টি। উপর থেকে পড়ে মৃত্যু? নাকি যে যুবকের সঙ্গে রেজিস্ট্রি হয়েছিল সে রয়েছে এই ঘটনার নেপথ্যে। এই সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে নাগেরবাজার থানার পুলিস।

এই ঘটনায় মহিলার পরিবারের তরফে নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে নাগেরবাজার থানার পুলিস।


Follow us on :