থমথমে মহেশতলা চত্বর। গতকাল ঠিক করা হয়, ক্লাবে এবছর মহিলা কমিটি গঠন করা হবে। আর এই সিদ্ধান্ত নিতেই ধুন্ধুমার মহেশতলা (Mahestala) চত্বর। আহত দুপক্ষের বেশ কয়েকজন। ঘটনায় পুলিস (police) তদন্তে নেমেছে।
মহেশতলা থানার (Mahestala police station) অন্তর্গত রায়পুরে যাত্রিক অ্যাথলেটিক ক্লাবে গতকাল সন্ধ্যাবেলায় ক্লাব কমিটি গঠন করা নিয়ে ক্লাবের মহিলা সদস্যদের একটি বৈঠক করা হয়। ক্লাবে মিটিং চলাকালীন সিদ্ধান্ত হয়, মহিলারাই এবছরের কমিটি পরিচালনা করবেন। এরপরই ক্লাব সদস্যদের মধ্যে শুরু হয় বচসা। শুরু হয়ে যায় হাতাহাতিও। ক্লাবের বেশকিছু সদস্যের অভিযোগ, ক্লাবের মধ্যে বচসা চলাকালীন ওই এলাকার বেশ কিছু দুষ্কৃতীরা হাতে বাঁশ ও হকিস্টিক নিয়ে এসে চড়াও হয়। বেশকিছু সদস্যদের মারধর শুরু করে তারা। ক্লাবে থাকা বেশ কিছু চেয়ারও ভাঙচুর করা হয়। ঘটনায় ক্লাব সদস্যদের বেশ কয়েকজন রক্তাক্ত হয়েছেন। আহতরা মহেশতলা থানার গেলে তাঁদেরকে চিকিৎসার জন্য বেহালা বিদ্যাসাগর হাসপাতালে (behala bidhyasagar hospital) পাঠানো হয়। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিস।