সোমবার ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার বৈঠক। সব মন্ত্রীর ইস্তফা নাকি দফতর বদলেই থামবে মন্ত্রিসভার রদবদল? তা জানা যাবে আজ। সূত্রের খূর আজ ১২.৩০ টায় মন্ত্রিসভার বৈঠক। নবান্নের সোমবারের বৈঠক বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল।
উল্লেখ্য, ইডির হাতে এসএসসি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পরেই প্রশ্ন উঠেছিল, এখনও কেন তাঁকে মন্ত্রিসভায় রাখা হয়েছে। শুধু বিরোধী দলগুলিই নয়, শাসকদল তৃণমূলের ভিতরেও তা নিয়ে নানা চর্চা চলছিল। তারপরই মন্ত্রিত্ব থেকে অপসারিত হন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর হাত থেকে চারটি দফতর নিয়ে নেওয়া হয়। মুখ্যসচিবের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্থর হাতে থাকা দফতরগুলি নিয়ে নেওয়া হচ্ছে। পরে মুখ্যমন্ত্রী জানান, নতুন মন্ত্রী না হওয়া পর্যন্ত দফতরগুলি তাঁর হাতেই থাকবে।
নবান্ন সূত্রে খবর, সোমবারই মন্ত্রিসভায় রদবদলের সিদ্ধান্ত হতে পারে। বৈঠকে কি হতে পারে তা নিয়ে জল্পনা তুঙ্গে। কোন্ মন্ত্রী কোন্ পদে থাকতে পারেন তা নিয়ে শুরু জল্পনা। বেশ কয়েকজনের দফতর অদলবদল হতে পারে বলে জানা গিয়েছে। রাজ্য মন্ত্রিসভায় এখন মুখ্যমন্ত্রী-সহ মোট ৪০ জন মন্ত্রী আছেন। মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে ধরলে, পূর্ণমন্ত্রী ২০ জন, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ৯ জন, প্রতিমন্ত্রীর দায়িত্বে। রাজনৈতিক মহলে বলছে, বিভিন্ন মন্ত্রীর দফতর বদলাতে পারেন মুখ্যমন্ত্রী। খারাপ পারফরম্যান্সের জন্য কেউ কেউ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন। মন্ত্রিসভায় আনা হতে পারে বেশ কিছু নতুন মুখ। অনেকের মতে, পার্থকাণ্ডের পর তৃণমূলের ভাবমূর্তি ফেরাতে গোটা মন্ত্রিসভাই ভেঙে দিতে পারেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে পুরনো ও বেশ কিছু নতুন মুখের সংমিশ্রণে নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন তিনি।
সব মিলিয়ে এদিনের বৈঠকে নজর থাকছে সবার।