শনিবার রাতে দুষ্কৃতীদের তাণ্ডব। আতঙ্কে সাধারণ মানুষ। অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীরা হানা দেয় বিধাননগর (Bidhannagar) পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের অর্জুনপুর (Arjunpur) পূর্বপাড়া এলাকায়। শুরু হয় বচসা। এরপরই এলাকার ক্লাব ভাঙচুর করা হয়। এখানেই শেষ নয়, তৃণমূলের যুব সভাপতিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণে মারার হুমকি (Threats) দেওয়া হয়। শনিবার রাত থেকেই আতঙ্কে এলাকাবাসী। ঘটনার তদন্তে বাগুইআটি থানার পুলিস (Baguihati police station)।
স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে বাইকে করে বেশ কয়েকজন যুবক হানা দেয় অর্জুনপুর পূর্ব পাড়া এলাকায়। তাদের কাছে ছিল আগ্নেয়াস্ত্র। এলাকার তৃণমূলের যুব সভাপতিকে উদ্দেশ্য করে গালিগালাজ ও প্রাণে মারবে বলে হুমকি দেয়, স্থানীয় ক্লাব ভাঙচুর করা হয়। স্থানীয়রা ধাওয়া করলে পালিয়ে যায় দুষ্কৃতীরা পরে বাগুইআটি থানায় খবর দেওয়া হলে পুলিস আসে ঘটনাস্থলে। দুষ্কৃতীরা কারা ছিল তাদের খোঁজ চালানোর পাশাপাশি কী কারণে এই হামলা সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিস। পাশাপাশি এলাকা দখলকে কেন্দ্র করেই এই অশান্তি নাকি রাজনৈতিক কোনও বিবাদ রয়েছে? সমস্ত বিষয়ে তদন্ত করছে বাগুইআটি থানার পুলিস।