২৫ এপ্রিল, ২০২৪

Budge Budge: মেয়াদ শেষ হয়ে যাওয়া স্যালাইনের ব্যবহার, উত্তেজনা ছড়ায় সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-01 11:21:28   Share:   

মেয়াদ শেষ (Expired) হয়ে যাওয়া স্যালাইন (saline) রোগীকে (patient) দেওয়া হয়। এই অভিযোগ ওঠে বজবজের সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে। যা নিয়ে সরব হয়েছিলেন রোগীর পরিজনেরা। উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।

যেমনটা জানা গিয়েছে, বজবজ থানার অন্তর্গত ব্যঞ্জনহেরিয়া চড়িয়াল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রবিবার দুই মহিলা রোগী জ্বর ও বমির সমস্যা নিয়ে ভর্তি হন। রোগীর পরিবারের লোকজনের অভিযোগ, সোমবার সন্ধ্যাবেলা রোগীকে দেখতে এসে দেখতে পান যে, স্যালাইন চলছে সেই স্যালাইনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মেয়াদ শেষ হয়ে যাওয়া স্যালাইন চলার কারণে রোগীর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে বলে জানান রোগীর পরিবারেরন লোকজন।

এরপরই ডাক্তার এসে মেয়াদ শেষ হয়ে যাওয়া স্যালাইন চেঞ্জ করে দিলেও রোগীর পরিবারের লোকজনের অভিযোগ এই স্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ শেষ হয়ে যাওয়া একাধিক স্যালাইন বোতল রয়েছে। সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কীভাবে মেয়াদ শেষ হয়ে যাওয়া স্যালাইন বোতল এল, পাশাপাশি মেয়াদ শেষ হয়ে যাওয়া স্যালাইন রোগীকে যখন দেওয়া হল তখন কি মেয়াদের তারিখ না দেখেই রোগীকে দেওয়া হল? এই নিয়েই উঠছে প্রশ্ন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বজবজ থানার পুলিস। পুলিস পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই দুই মহিলা রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান হাসপাতালে কর্মরত ডাক্তার।


Follow us on :