২৫ এপ্রিল, ২০২৪

Md ali park: মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে অনিশ্চয়তা কাটেনি, মঙ্গলবার পুরসভার পরিদর্শন
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-22 16:43:17   Share:   

মহম্মদ আলি পার্কের (MD Ali Park) পুজো নিয়ে জটিলতা কাটাতে বৈঠকে বসল কলকাতা পৌর সংস্থা। সোমবার পুজো উদ্যোক্তাদের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক (meeting) করেন ডিজি জল সরবরাহ মৈনাক মুখোপাধ্যায়। এদিন মহম্মদ আলি পার্কের ৬ জনের এক প্রতিনিধি দল ডিজি জল সরবরাহ মৈনাক মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে। আগামীকাল মঙ্গলবার মহম্মদ আলি পার্ক যৌথ পরিদর্শনে যাচ্ছেন ডিজি জল সরবরাহ। সূত্রের খবর, পরিস্থিতি বিবেচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। 

কলকাতা পুরসভার তরফে জানানো হয়, কোনওভাবেই পুরসভার জলাধারের উপরে পুজোর অনুমতি দেওয়া সম্ভব নয়। যেহেতু জলধারটি (reservoir) জরাজীর্ণ এবং অনেক পুরনো। প্রায় ৪০ লক্ষ গ্যালনের এই জলাধারের উপরে পুজোর মণ্ডপ(puja pandel) তৈরি করলে যে কোনও সময় জলাধারটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিকল্প ব্যবস্থা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। এবছর দুর্গাপুজো যাতে সুস্থ এবং সুরক্ষিতভাবে করা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানালেন মহম্মদ আলি পার্কের জয়েন্ট সেক্রেটারি অশোক ওঝা। এই বৈঠকেই ঠিক হয় যে আগামিকাল কলকাতা পৌর সংস্থার ডিজি জল সরবরাহ বিভাগের আধিকারিকদের সঙ্গে মহম্মদ আলি পার্কে যৌথ পরিদর্শন করবেন। সেই পরিদর্শনের পর পরবর্তী পরিস্থিতির উপরে আলোচনা হবে বলে জানান অশোক ওঝা। তিনি জানান যে, তারপরই তাঁদের বিকল্প জায়গা খুঁজে নিতে হবে। তাঁরাও চান যাতে সাধারণ মানুষের কোনওরকম অসুবিধা না হয়। তাই তারা কলকাতা পৌর সংস্থার সঙ্গে সবরকমের সহযোগিতা করতে প্রস্তুত আছেন।

এখন পুজো আসন্ন। তার আগেই কী সিদ্ধান্ত হয় সেদিকে তাকিয়ে পুজো উদ্যোক্তারা।


Follow us on :