বৃহস্পতিবার রাতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু দুই যুবকের। ঘটনাটি বজবজ শিয়ালদহ শাখার আকড়া মেলাঘাটা সংলগ্ন এলাকার। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে পুলিস।
স্থানীয় সূত্রে খবর, আকড়া মেলাঘাটার কাছে দুই যুবক রেললাইন পার করছিলেন। ঠিক তখনই একটি ট্রেন বজবজ থেকে শিয়ালদহ যাচ্ছিল, অপর একটি ট্রেন শিয়ালদহ থেকে বজবজ ঢুকছিল। দুইদিক থেকে দুটি ট্রেন চলে আশায় ধাক্কা লাগে দুই যুবকের। একজন ধাক্কা খেয়ে বেশ কিছুটা দূরে ঝোপের মধ্যে পড়েন। অপর যুবক রেল লাইনের উপরে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ে। ফলে তাঁর দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
আরও জানা যায়, রেল লাইনের উপরে পড়ে থাকা যুবকের নাম শিভম সর্দার বয়স আনুমানিক ২৫ বছর। তিনি আকড়া মেলাঘাটার বাসিন্দা। অপর যুবকের নাম-পরিচয় জানা যায়নি এখনও। ঘটনাস্থলে জিআরপি পুলিস এসে ওই মৃতদেহ উদ্ধার করে বালিগঞ্জে নিয়ে যায়।