বিমানবন্দরে শুল্ক দফতরের চেকিংয়ের সময় নানা উপায়ে বাইরে থেকে সোনা নিয়ে আসার প্রচুর ঘটনা মাঝেমধ্যেই খবরে আসে। বিভিন্ন ক্ষেত্রেই দেখা গিয়েছে, শুল্ক দফতরের চোখকে ফাঁকি দিয়ে পাচারকারীরা নানা অভিনব পন্থা অবলম্বন করেছে। কিন্তু এবার কলকাতা বিমানবন্দরে ঘটল ঠিক উল্টো ঘটনা।
একটি বেসরকারি বিমানের সিটের নিচ থেকে উদ্ধার হল প্রায় বিশ লক্ষ টাকা মূল্যের সোনা। উদ্ধার হওয়া চারটি সোনার বারের ওজন প্রায় চারশো গ্রাম। ব্ল্যাক টেপ দিয়ে সিটের নিচে আটকানো ছিল সোনার বারগুলি। এই ঘটনায় অবশ্য কাউকে গ্রেফতার করা যায়নি। তবে বিমানযাত্রী ও কেবিন ক্রুদের জিঞ্জাসাবাদ করা হচ্ছে।
কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, শনিবার ব্যাঙ্কক থেকে কলকাতায় এসেছিল বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর একটি বিমান (৬ই ০৭৮)। ওই বিমান সাফাই করার সময় ২৯এফ সিটের নিচে টেপ দিয়ে জড়ানো চারটি সোনার বার উদ্ধার হয়। দাবিদারহীন ওই সোনা বাজেয়াপ্ত করে শুল্ক দফতর। এরপরই তারা বিমানকর্মী এবং ওই সিট ও তার আশেপাশের সিটের যাত্রীদের জিঞ্জাসাবাদ শুরু করেছে।