ফের দমদমে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবারও সদ্য নির্বাচিত দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১২ নং ও ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলরদের অনুগামীদের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব বেধে যায়। ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্তী সাহার অভিযোগ, তিনি তাঁর ওয়ার্ডের একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নিতে যান এবং সেখানে জল পৌঁছতে যান। সে সময় তাঁর সঙ্গে থাকা দলের কর্মী কাশীনাথ হালদারকে ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেনশর্মার অনুগামী ধীরেন্দ্রনাথ পাণ্ডে প্রাণে মারার হুমকি দেয়।
কাউন্সিলরের আরও অভিযোগ, তাঁকে কোনও কাজ করতে দেন না ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর। কাশীনাথ হালদারের অভিযোগ, তাঁকে এদিন প্রাণে মারার হুমকি দেন পাণ্ডে। এর আগেও তাঁকে মারধর করা হয়। ইতিমধ্যেই নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন কাশীনাথ হালদার।
এদিন থানা চত্বরে দাঁড়িয়ে একপ্রকার উচ্চ নেতৃত্বের কাছে যাওয়ার হুঁশিয়ারি দেন কাউন্সিলর জয়ন্তী সাহা।
অন্যদিকে, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রাজু সেনশর্মা জানান, দলীয় বিষয় তিনি প্রকাশ্যে আনতে চান না। যা বলার বিধায়ককে বলবেন।
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়, কটাক্ষ বিজেপি নেতা গৌতম সাহা মণ্ডলের।
প্রসঙ্গত, কিছুদিন আগেই জয়ন্তী সাহা রাজু সেনশর্মার অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন। আবারও দুই কাউন্সিলরের মধ্যে প্রকাশ্যে চলে এল দ্বন্দ্ব।