২৬ এপ্রিল, ২০২৪

Rule: 'জাস্টিস মান্থার এজলাস বয়কট মারাত্মক অপরাধ', অবমাননা রুল ইস্যু মামলায় মন্তব্য কোর্টের
CN Webdesk      শেষ আপডেট: 2023-01-20 16:13:48   Share:   

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট-কাণ্ডে (Court Room Boycott) আদালত অবমাননার রুল ইস্যু (Contempt Rule) মামলার শুনানি ৩ বিচারপতির বেঞ্চে (Calcutta High Court)। এই বেঞ্চের অন্যতম দুই সদস্য বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় এবং টিএস শিবাজ্ঞানানম। এই শুনানিতে বেঞ্চের নির্দেশ, 'হাইকোর্ট চত্বরে কোন মিটিং-মিছিল, পোস্টারিং করা যাবে না। এই নির্দেশ কার্যকর করবেন আদালতের রেজিস্ট্রার জেনারেল। পাশাপাশি কলকাতার পুলিস কমিশনারকে রিপোর্ট দিয়ে জানাতে হবে বিচারপতি মান্থার বাড়ি এলাকায় পোস্টার মারার ঘটনার তদন্ত কত দূর।'

জানা গিয়েছে, আগামি ২ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। পাশাপাশি লেক থানা এবং কলকাতা হাইকোর্টের এসিপি-র রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। এদিন শুনানিতে জানতে চাওয়া হয়েছে, বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের ৯ জানুয়ারির ঘটনায় সিসিটিভির ফুটেজ সংরক্ষণ করে রাখা হয়েছে কিনা? এই মর্মে রেজিস্ট্রার জেনারেল জানান, '৯,১০,১১ জানুয়ারির সিসিটিভির ফুটেজ চেয়ে আবেদন জানানো হয়েছে।'

এই মামলার শুনানিতে বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের মন্তব্য, 'এটা গুরুতর অভিযোগ। যে বা যারা (আইনজীবী) এই ঘটনা ঘটিয়েছেন, তাঁরা মারাত্মক অপরাধ করেছেন।আদালতের কাজে এটা শুধু বাধাদান নয়, বলপূর্বক বিচারব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছেন।'

বিচারপতি শিবাজ্ঞানানমের প্রশ্ন, 'কে বা কারা বিচারপতির বাড়ির সামনে পোস্টার মেরেছে, তাঁদের চিহ্নিত করা গিয়েছে?' জানা গিয়েছে, ফুটেজ পেন ড্রাইভের মাধ্যমে জমা পড়েছে। এসিপি সেই ফুটেজ জমা দিয়েছে। শুক্রবার হাইকোর্ট স্পষ্ট করেছে, হলফনামা দিয়ে জানাতে হবে ১১ জন আইনজীবী এবং কুণাল ঘোষের বিরুদ্ধে কেন আদালত অবমাননার রুল ইস্যু হবে না? বিচারপতির মান্থার এজলাস বয়কট-কাণ্ডে

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেছেন, তাঁর থেকেও হলফনামা তলব আদালতে।

পাশাপাশি নির্দেশ, 'সিসিটিভি ফুটেজ এবং স্টিল ছবি সংরক্ষণ করে রাখতে হবে। লেক থানার পুলিস তদন্তের যাবতীয় রিপোর্ট আদালতে জমা দেবে। নোবেল প্রফেশনকে অবমাননার চেষ্টা করা হয়েছে।'



Follow us on :