গতকাল রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। শহর কলকাতায় (kolkata) এরই প্রতিবাদে আজ বেলঘরিয়ার (belgharia) দেশপ্রিয় নগরে অভিনব প্রতিবাদে সামিল হলেন মহিলা থেকে এলাকার তৃণমূল কংগ্রেসকর্মীরা। এদিন কামারহাটি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (councillor) বিমল সাহার উদ্যোগে ঘুঁটে এবং কয়লা দিয়ে উনুন জ্বালানো হয়। তাতেই রান্না করা হয়। এরপর বাড়ি বাড়ি গিয়ে কয়লা ও ঘুঁটে বিতরণ করা হয়। এই প্রতিবাদ থেকে কেন্দ্রীয় সরকারকে বার্তা দেওয়ার চেষ্টা চালান অংশ নেওয়া মহিলারা। এদিন প্রতিবাদ কর্মসূচি থেকে অবিলম্বে রান্নার গ্যাসের (gas) দাম কমানোর দাবি তোলা হয়।
উপস্থিত ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা জানান, "যেভাবে বিজেপি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে, তাতে সারা ভারতবর্ষের মানুষ নাজেহাল। গতকালই হঠাত্ করে ৫০ টাকা বাড়িয়ে দিয়েছে। এভাবে ভারতবর্ষ চলতে পারে না। তাই বেলঘরিয়ার মহিলা আজ প্রতিবাদে নেমেছেন। মানুষকে সতর্কতাবার্তা দিতে এসেছি।"