একের পর এক অভিনেত্রী তথা মডেলের মৃত্যুর ঘটনায় শহর জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে। কেরিয়ার নিয়ে সমস্যার কারণে মূলত অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।
এবার আত্মঘাতী এক চক্ষু চিকিৎসক। ঘটনাটি ঘটেছে বাগুইআটির একটি ফ্ল্যাটে।
স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে আত্মহত্যা করলেন বাগুইআটির ওই চক্ষু চিকিৎসক। বাগুইআটি অশ্বিনী নগরের প্রেস্টিজ টাওয়ারে চতুর্থ তলার ওই ফ্ল্যাটে স্ত্রীর সঙ্গে থাকতেন ৫১ বছরের চক্ষু চিকিৎসক সদানন্দ দাস। শনিবার রাত ন'টা নাগাদ চশমার দোকানের চেম্বার থেকে বাড়ি ফেরেন তিনি। বাড়ি ফেরার পর তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। এরপর ওই চিকিৎসক দরজা বন্ধ করে ঘরে ঢুকে যান। দরজা ভিতর থেকে না খোলায় শিলনোড়া দিয়ে দরজা ভেঙে দেখা যায় সদানন্দ দাস ঝুলন্ত অবস্থায় রয়েছেন। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বাগুইআটি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের নিয়ে যাওয়া হয়েছে।