একদিনের মধ্যেই বাগুইআটির চাল ব্যবসায়ী খুনের কিনারা করল পুলিস। বাগুইআটি থানার পুলিস নিহত ব্যবসায়ীর দুই নাতিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। সূত্রের খবর, পুলিসি জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় ধৃত দুই নাতি। ইতিমধ্যে বাগুইআটি থানার পুলিস তাদের গ্রেফতার করে এবং বারাসত আদালতে পেশ করা হয়।
ধৃত দুই নাতি জানায়, সম্পত্তিগত বিবাদের জেরে দাদুকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করেছে তারা। প্রথমে হাত এবং মুখ বেঁধে দেয়, যাতে চিৎকার না করতে পারে। তারপর ওই ব্যবসায়ীকে শৌচাগারে আটকে দেয়। এরপর লুটপাট চালায় তারা।
উল্লেখ্য, শনিবার বাগুইআটির অশ্বিনীনগরের বাথরুম থেকে মুখবাঁধা অবস্থায় উদ্ধার করা হয় চাল ব্যবসায়ী জগদীশচন্দ্র মল্লিক(৭২)-এর মৃতদেহ। অশ্বিনীনগরে তিনতলা বাড়ির দোতলায় তিনি একাই থাকতেন। ওই বৃদ্ধের বাড়ি থেকে শব্দ পেয়ে প্রতিবেশীরা ছুটে যান। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় পুলিসকে খবর দেন। পুলিস মৃতদেহ উদ্ধার করে ঘর সিল করে দেয়।
পুলিস সূত্রে খবর, আজ আদালতে ধৃত দুই নাতিকে নিজেদের হেফাজতে নেওয়ার আরজি জানাবে পুলিস। বৃদ্ধের খুনের পিছনে ওই দুই নাতি ছাড়াও আর কারও মদত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে।