২৬ এপ্রিল, ২০২৪

Weather: উত্তরে ভারি বৃষ্টি, দক্ষিণ আপাতত শুকনোই থাকবে
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-30 08:54:45   Share:   

ফের উত্তরবঙ্গে বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা (axis) বেশ খানিকটা সরে গিয়ে হিমালয়ের বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থান করছে। এরফলে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও দক্ষিণবঙ্গে (south bengal) বৃষ্টিপাতের সম্ভাবনা কম। হাওয়া অফিসের সূত্র অনুসারে চলতি সপ্তাহে ইতস্থত বিক্ষিপ্ত কম ও অতি কম মাত্রায় বৃষ্টিপাত হবে দক্ষিনবঙ্গে। অপরদিকে আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি হবে। উত্তর বঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারি বৃষ্টির সম্ভাবনা।

আজ শহর কলকাতা ও তার উপকন্ঠে সারা দিনের তাপমাত্রা (temperature) ঘোরাফেরা করবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছেপিঠে। বাতাসে আদ্রতার পরিমাণ ৭০ শতাংশের কাছে পিঠে থাকলেও। বৃষ্টিপাতের (rainfall) সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বাতাস  বইবে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টার আশেপাশে। গোটা দিন ধরেই গুমোট অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।


Follow us on :