ফের শহর কলকাতায় মর্মান্তিক মৃত্যু। এবার লেক গার্ডেন্সে এক যুবকের রহস্যজনক মৃত্যু। মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ লেক গার্ডেন্সের সুপার মার্কেটের এক আবাসনের ৩ তলা থেকে উদ্ধার হয় বছর ২২ এর সুমন মণ্ডলের ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, প্রেমে অবসাদগ্রস্ত ছিল সুমন। প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের জেরে আত্মহত্যা করেছে সুমন। মঙ্গলবার রাতেই ঘটনার পর সুমনের বান্ধবীর বিরুদ্ধে লেক গার্ডেন্স থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার পরই সুমনের দিদি জানান, “আমাদের কাছে এমন কয়েকটা তথ্য রয়েছে যাতে স্পষ্ট ওর বান্ধবী সুমনকে আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে। বারবার ভাইকে বলা হচ্ছে ও কেন মরছে না। আমরা ওর বান্ধবীকে ছোটবেলা থেকে দেখেছি। পরে আমরা জানতে পারি ওর সঙ্গেই প্রেমের সম্পর্ক রয়েছে ভাইয়ের। কিন্তু এই বিষয়ে আলাদা করে কথা বলিনি আমরা। “ তবে সুমন প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কথা কাউকেউ জানায়নি। তবে এই বিষয়ে সুমনের দিদি জানান, “ও একটু চাপা স্বভাবের। আমি, আমার স্বামী, মা, বাবা, সবাই ওর সঙ্গে বন্ধুর মত করে মিশতাম। তবুও বুঝিনি।”
ঘটনার পরই শোকের ছায়া পরিবারে। প্রেমিকার শাস্তির দাবি জানিয়েছে পরিবার।