১৮ এপ্রিল, ২০২৪

Dengue: রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে, বেড়ে চলেছে মৃতের সংখ্যা
CN Webdesk      শেষ আপডেট: 2022-11-10 11:28:05   Share:   

রাজ্যে (West Bengal) ডেঙ্গি (Dengue) পরিস্থিতি উদ্বেগজনক। সব মিলিয়ে রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৩৬। এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু (Death) হয়েছে ৮৪ জনের। গত সপ্তাহের হিসাব অনুযায়ী,পজিটিভিটি রেটের (Positivity Rate) দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে কলকাতা, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা, তৃতীয় স্থানে রয়েছে হাওড়া এবং তারপর নাম হুগলির।

৪৪ তম সপ্তাহের হিসাব বলেছে, রেকর্ড আক্রান্ত হয়েছে ডেঙ্গিতে। জলপাইগুড়িতে আক্রান্ত ৩ হাজার ৩১৬ জন। দার্জিলিং-এ ২,৬২২, কালিংপং -এ ১ হাজার ০০৭, উত্তর দিনাজপুরে ৩৪৬ জন, বাঁকুড়াতে ডেঙ্গি আক্রান্ত ৬৪৭ জন, বিষ্ণুপুরে ৯৮ জন, রামপুরহাটে ১১৯ জন, পূর্ব বর্ধমানে ৫৮৬ জন, পশ্চিম বর্ধমানে ৩০০, হুগলিতে ৪ হাজার ৮৩১ জন, হাওড়াতে ৫ হাজার ২১২, কলকাতাতে ৫ হাজার ৪২৮, মুর্শিদাবাদে ৫ হাজার ০৭৩ জন এবং ঝাড়গামে ৮৬ জন ডেঙ্গিতে আক্রন্ত হয়েছেন।

উল্লেখ্য, ডেঙ্গিতে বলি আরও এক। উত্তরপাড়ার দোল তলার বাসিন্দা স্বপন ঘোষ (৪৮)। উত্তরপাড়া বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। সেখান থেকে কলকাতায় নিয়ে গেলে বুধবার তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, গত এক সপ্তাহ ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি।


Follow us on :