২৫ এপ্রিল, ২০২৪

Anubrata: তদন্তে অসহযোগিতার তত্ত্ব খারিজ, পূর্ণ সহযোগিতা, দাবি অনুব্রতর
CN Webdesk      শেষ আপডেট: 2022-08-20 09:07:11   Share:   

গরু পাচার মামলায়(cattle smuggling) ধৃত অনুব্রত মণ্ডলের(Anubrata) শনিবারই শেষ হচ্ছে ১০ দিনের সিবিআই হেফাজত(CBI custody)। এদিন তাঁকে ফের আসানসোলের বিশেষ আদালতে তোলা হবে । তার আগে আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পরপর তাঁর স্বাস্থ্য পরীক্ষার(medical test) নির্দেশ রয়েছে। সেই অনুযায়ী তাঁকে আজ নিজাম প্যালেস(Nizam palace) থেকে নিয়ে যাওয়া হয় আলিপুরের কমান্ড হাসপাতালে(Alipur Command hospital)। হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়ার সময় স্বমহিমায় দেখা গেল অনুব্রত মণ্ডলকে। 

শনিবার সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা ছিল তুঙ্গে। নিজাম প্যালেস থেকে বেরনোর সময় সিবিআইকে তদন্তে অসহযোগিতার অভিযোগ ওড়ালেন দাপুটে নেতা অনুব্রত। সিবিআইকে সহযোগিতা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১০০ বার সহযোগিতা করেছেন। গত ১০ দিন ধরে তাঁকে জেরা করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেছে সিবিআই । গত ১০ দিনে তদন্তকারীদের হাতে এসেছে একের পর এক তথ্য। সিবিআই সূত্রে খবর, বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে সিবিআই ফের নিজেদের হেফাজতে চাইতে পারে বলে মনে করা হচ্ছে । গরু পাচারের টাকার সঙ্গে অনুব্রতর কোনও যোগ আছে কীনা, তাঁর বিপুল সম্পত্তির টাকার উৎস কি? এ সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন গোয়েন্দারা।


Follow us on :