ব্রেকিং নিউজ
The-road-collapsed-near-the-busiest-Nandaram-Market
Burrabazar: ব্যস্ততম নন্দরাম মার্কেটের কাছেই রাস্তায় ধস

Post By : সিএন ওয়েবডেস্ক
Posted on :2022-05-13 19:10:03


শুক্রবার ভরদুপুরে ব্যস্ততম বড়বাজারের নন্দরাম মার্কেটের কাছে রাস্তায় ধস নেমে বিপত্তি।

হাওড়া থেকে ব্রাবোর্ন রোডে নামার মুখেই বাঁদিকে যে নেতাজি সুভাষ রোড রয়েছে, ধস নামে একেবারে সেই রাস্তার মাঝেই। স্থানীয় মানুষজন জানিয়েছেন, প্রথমে ফাটল দেখা দেয়। সেখান থেকে তারপর বড় অংশজুড়ে ধস নামে। প্রথমে হালকা সরু অংশ থেকে জল বেরতে থাকে। খবর দেওয়া হয় পুরসভাকে।

পুরসভার কর্মীরা এসে জেসিবি মেশিন দিয়ে ওই জায়গাটি কেটে ফেলেন। তারপরই দেখা যায়, নিচে যে জলের পাইপলাইন রয়েছে, তা ফেটে গিয়েছে। তা থেকেই ক্রমাগত জল বেরচ্ছে। ধসের সৃষ্টি এই কারণেই।

বড়বাজারের মতো ব্যস্ততম এই জায়গায় রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পুলিস আসে। তারা গোটা জায়গাটি ঘিরে ফেলে। পরে জলে নেমে পুরসবার কর্মীরা ফাটা অংশটি মেরামতের কাজ শুরু করেন। কিন্তু জল জমে সেই জায়গা পুকুরের চেহারা নেওয়ায় কাজে অসুবিধার সৃষ্টি হয়।

উল্লেখ্য, যে জায়গায় পাইপ ফেটেছে, তার নিচেই চলছে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ। তাই মেট্রো কর্তৃপক্ষকেও খবর দেওয়া হয়। কারণ, এর আগে মেট্রোর যে কাজ হয়েছে, তার জন্যই মাটি আলগা হয়ে গিয়েছে কি না এবং তার জেরেই এই ধস কি না, তা নিয়ে এখন শুরু হয়েছে তদন্ত।






All rights reserved © 2021 Calcutta News   Home | About | Career | Contact Us

এই সংক্রান্ত আরও পড়ুন