পুরুলিয়া ও বাঁকুড়ার পর ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে। এবার তিনদিনের সফরে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৭ জুন থেকে ২৯ জুন ওই দুই জেলায় থাকবেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, আগামী ২৮ শে জুন আসানসোলে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে। সেদিন দুপুর দুটোর সময় আসানসোলের পোলো ময়দানে সেই সভা হবে। এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিম ও পূর্ব বর্ধমান জেলা সফর সূচি সম্পর্কে যা জানা গেছে তা হল, ২৯ শে জুন দুর্গাপুরে দুই বর্ধমান জেলায় প্রশাসনিক বৈঠক করবেন। সেই বৈঠক হবে দুর্গাপুরের সৃজনী হলে। এর আগে ২৭ জুন তিনি পূর্ব বর্ধমানে আরও একটি জনসভা করবেন।
প্রসঙ্গত বলা যেতে পারে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসের শেষে পুরুলিয়া ও বাঁকুড়া সফরের সময় বলেছিলেন যে, আসানসোল লোকসভা উপনির্বাচনে জয়ের জন্য জেলাবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে তিনি জুন মাসে আসানসোলে আসবেন।